শান্তিগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তিতে মাঠ দিবস
শহীদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ০৮:৫১ রাত

কৃষিই সমৃদ্ধি '' এই প্রতিপাদ্যে ২০২৪-২৫ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অঞ্চলের কৃষি প্রকল্পের আওতায় শান্তিগঞ্জে মাঠ দিবস।
বুধবার (৩০শে জুলাই) উপজেলার দামোধরতপী পয়েন্টে আলোচনা সভায় সভাপতিত্বে করেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব ও সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ বলেন, প্রযুক্তিনির্ভর কৃষি ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। সরকার কৃষি বান্ধব নীতিমালার মাধ্যমে কৃষকদের পাশে আছে এবং থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, জৈব ও ভারসাম্যপূর্ণ সার ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে কৃষকের উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষি হবে লাভজনক।
কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাস্তব অভিজ্ঞতা বিনিময়, উন্নত কৃষি প্রযুক্তির প্রয়োগ ও ফসল উৎপাদন বিষয়ে স্থানীয় শতাধিক কৃষকদের কৃষিতে সমৃদ্ধি হওয়ার ধারণা প্রদান করা হয়।

_medium_1763025853.jpg)
_medium_1763025774.jpg)
_medium_1763022688.jpg)



