পূর্বধলায় কৃষক লীগ ও আওয়ামী লীগ নেতাসহ তিনজন গ্রেপ্তার

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:৩০ রাত

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে কৃষক লীগ ও আওয়ামী লীগের দুই নেতা এবং এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন পূর্বধলা উপজেলার জটিয়াবর গ্রামের মৃত গোলে হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৬১), যিনি পূর্বধলা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি এবং ৭ নম্বর আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সদস্য।
অপরজন হলেন উপজেলার আলমপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে মো. ফারুক আহমেদ (৪৮), বৈরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এছাড়াও নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে নাশকতার চেষ্টার অভিযোগে গত রবিবার সকালে আটককৃত খলিশাউড় ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (৪০)-কেও একই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, “গ্রেপ্তার হওয়া তিনজন পূর্বধলা থানায় দায়েরকৃত দুটি মামলার সন্দেহভাজন আসামি। একটি মামলায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারা রয়েছে (মামলা নম্বর-০১, তারিখ: ১ ডিসেম্বর ২০২৪)। অন্যটি সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৬/১০/১১/১২/১৩ ধারায় (মামলা নম্বর-১৮, তারিখ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫)।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।