সিরিয়ার আসাদের অনুসারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে নিহত ৩৪০

আরবান ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১১:২৭ দুপুর

সিরিয়ার আসাদের অনুসারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত ৩৪০ জনের বেশি নিহত হয়েছেন। ভূমধ্যসাগরীয় উপকূলের লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে বৃহস্পতিবার থেকে এ হত্যাযজ্ঞ চলছে।
শনিবার (৮ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশুসহ আলাউইত সংখ্যালঘুদের সংখ্যা বেশি বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান জানিয়েছেন, জাবালে, বানিয়াস এবং আশপাশের এলাকাগুলোতে সংঘটিত হত্যাকাণ্ড গত ১৩ বছরের গৃহযুদ্ধের মধ্যে অন্যতম ভয়াবহ সহিংসতা।
সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত এক বিদ্রোহের বিরুদ্ধে অভিযান শুরু করে। বিদ্রোহীদের হামলার পর গত বৃহস্পতিবার থেকে দমন অভিযান শুরু হয়। যেখানে সরকারি বাহিনীর বেশ কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন।
সিরিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, অভিযানের সময় কয়েক ডজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
সিরিয়ার কর্মকর্তারা অভিযানের সময় কিছু অনিয়মের কথা স্বীকার করেছেন। তবে তাঁরা দাবি করছেন, ‘বেসামরিক ও অসংগঠিত সশস্ত্র গোষ্ঠীগুলো’ এসব সহিংসতার জন্য দায়ী।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় এলাকার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে; যাতে সহিংসতা না ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। এ ছাড়া একটি জরুরি কমিটি গঠন করা হয়েছে, যারা সামরিক আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সেনা আদালতে ব্যবস্থা নেবে।