ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের আলোকিত পূর্বধলা বিনির্মাণের অঙ্গীকার

সুহাদা মেহজাবিন
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১০:৫০ রাত
_original_1741624795.jpg)
আলোকিত পূর্বধলা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (DUPSWA) এর আয়োজনে নবীনবরণ, শিক্ষাবৃত্তি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (০৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়৷
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি সুমন আহম্মেদ সম্রাট এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিমন খান রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (অব.) মো. মতিউর রহমান, পুলিশ সুপার (অব:) আনসার উদ্দিন খান পাঠান, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাজমা বেগম, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহম্মদ, যুগ্ম সচিব (অব: লে) মন্টু কুমার বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান শামীম,
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ লালবাগ জোন এডিসি, মো: আমিনুল কবীর তরফদার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মো. ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল শহীদুল্লাহ্ হল শাখার সাবেক সভাপতি শহীদুল্লাহ্ ইমরান, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান (মাসুম), অগ্রণী ব্যাংক পি এল সি এজিএম মোঃ আবদুল লতিফ, পিডিএস ইন্টারন্যাশনাল সিইও এস এম সায়েদুর রহমান (শাহিন),
উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পোর্টফোলিও ম্যানেজার মোহাম্মদ শফিউল আলম ফকির, পূর্বধলা সরকারি কলেজের মনোবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, পাবনা মেডিকেল বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা কয়৷ এছাড়াও ৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সকলে পূর্বধলার শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরো মানসম্মত করা যায় দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
এসময় অনুষ্ঠান স্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিনত হয়।