নালিতাবাড়ীতে নদীতে ভাসমান নবজাতকের লাশ উদ্ধার

ক্লোডিয়া নকরেক কেয়া
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১২:০৫ দুপুর

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ভাসমান অবস্থাস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৯ মার্চ রবিবার দুপুরে পৌরশহরর ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এদিকে নবজাতকের পরিচয় জানতে পুলিশ ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পৌরশহরের ছয়আনীপাড়া এলাকায় ভোগাই নদীর পাড়ে হাত-মুখ ধুতে নামে কয়েকটি শিশু। এসময় তারা নদীতে ভাসমান অবস্থায় কাপড়ে মোড়ানো এক নবজাতজের লাশ দেখতে পায়। পরে তাদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নবজাতকের ডিএনএ নমুনা সংরক্ষণ করা হবে। পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।