মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

কলমাকান্দায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৫, ০২:৫৭ দুপুর

নেত্রকোনার কলমাকান্দায় থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ শনিবার (৮ মার্চ) থানার প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) সাহেব আলী পাঠান।
 
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত ও উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের। 
 
থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুস ছালাম কেরণ, রংছাতি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, লেংঙরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, জামায়াতে ইসলামী কলমাকান্দার প্রতিনিধি আবুল কালাম কালা মিয়া  প্রমূখ।  
 
অনুষ্ঠানে উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কর্মকর্তারা।
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত