মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

পূর্বধলা থানায় নবাগত ওসি মোহাম্মদ নূরুল আলম’র যোগদান


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৯ মার্চ ২০২৫, ০৮:৪১ রাত

নেত্রকোনার পূর্বধলা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম যোগদান করেছেন। 

গতকাল রবিবার (৮ মার্চ) রাতে তিনি বিদায়ী ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

এর আগে নুরুল আমিন সদর সার্কেল অফিসের শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দায়িত্ব পালন করেন।

এদিকে ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদকে ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে নেত্রকোনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ নূরুল আলম ১৯৮১ সালের ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক। 

তিনি  নারায়নগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অনার্স মাস্টার্স শেষ করে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে ডিএমপিতে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ২০২২ খ্রি তিনি মালিবাগ স্পেশাল ব্রাঞ্চে উপ পুলিশ পরিদর্শক এর  দায়িত্ব থাকা অবস্থায় পূর্বধলা থানায় ওসি তদন্ত হিসেবে যোগদান করেন। সেখান থেকে কলমাকান্দা সিধলী তদন্ত কেন্দ্রে ইনচার্জ হিসেবে যোগদান করেন। পরে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রে ইনচার্জ হন। ইনচার্জ থাকাকালে তিনি একাধিকবার শ্রেষ্ঠ আইসি নির্বাচিত ও পুরস্কৃত হন।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম আজকের আরবানকে জানান, নতুন কর্মস্থলে জনসাধারণের মধ্যে সর্বোচ্চ পুলিশী সেবা নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাবেন। মদ, জুয়া, চুরি, ডাকাতি, নারী নির্যাতন ইত্যাদি অপরাধ নিরোধের বিষয়ে জিরো টলারেন্স ভুমিকা পালন করা হবে। আর এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত