মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

শেরপুরে ইয়াতিম শিক্ষার্থীদের সাথে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১০ মার্চ ২০২৫, ০১:৪৮ দুপুর

রোববার (৯ মার্চ) সকালে শেরপুর পৌর শহরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে বিভিন্ন মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের ইয়াতিম শিক্ষার্থী ও অনাথ শিশুদেরকে নিয়ে এ ইফতারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর পৌর শাখা। 

এসময় জামায়াতে ইসলামী পৌর শাখার আমির মাওলানা নূরুল আমিনের সভাপতিত্বে সদর উপজেলা সেক্রেটারি মাওলানা সোবহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে 

প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর সদর এক আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শেরপুর জেলার আমির মাওলানা হাফিজুর রহমান এবং (নালীতাবাড়ী- নকলা) ২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা গোলাম কিবরিয়া সহ জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও মাদরাসা শিক্ষকবৃন্দ। দোয়া মাহফিল শেষে প্রায় দু'শতাধিক ইয়াতিম শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত