মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১০ মার্চ ২০২৫, ০২:৫৮ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আজ সোমবার (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে, র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।

বক্তব্য রাখেন, পূর্বধলায় ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো: সাইফুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সাংবাদিক মো: হাবিবুর রহমান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, উপ সহকারী প্রকৌশলী মো: জয়েন আলী, আরবানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: আবুল আরশাদ, অফিস সহকারি মো: আতিকুল ইসলাম প্রমুখ।

প্রোগ্রামের শুরুতে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকান্ড মোকাবেলা করার জন্য বিভিন্ন পরামর্শ দেন এবং মহড়ার মাধ্যমে কিভাবে প্রাথমিকভাবে আগুন নেভাতে হয় তার কৌশল প্রদর্শন করেন। 

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত