মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

নারীর প্রতি দেশব্যাপী চলমান সহিংসতার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রদলের মানববন্ধন 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ মার্চ ২০২৫, ১২:৫৩ দুপুর

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্বধলা সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল উদ্যোগে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ মার্চ) বেলা ১১ ঘটিকায় বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ গেইটে এসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পূর্বধলা সরকারী কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক আনিসুজ্জামান আনিছ এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবায়েত খান শান্তর সঞ্চালনায় ও এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ, পূর্বধলা সরকারী কলেজের ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থী কেয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, ছাত্রদল নেতা রাফিন আহমেদ, নোমান ফকির, সাকিব আল সোয়াদ প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।  

এসময় বক্তারা বলেন, দেশের কয়েকটি স্থানে একাধিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, যদি ধর্ষকদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হয়, তাহলে এই সহিংসতা কখনো বন্ধ হবে না। রাষ্ট্রকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত