মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

দুর্গাপুরে পাহারাদারকে খুন করে গরু লুট থানায় মামলা


  নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৫, ১১:২০ দুপুর

নেত্রকোনার দুর্গাপুরে জয়নাল মিয়া (৬৫) নামের এক পাহারাদারকে হত্যা করে একটি ফার্মের সাত গরু লুটের ঘটনায় দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে মামলা সত্যতা নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান। নিহতের ছেলে জালাল উদ্দীন বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে দুর্গাপুর থানায় খুনসহ ডাকাতির একটি মামলা দায়ের করেন। 

জানা গেছে, জয়নাল মিয়া গত দুই মাস ধরে ওই ফার্মে পাহারাদার হিসেবে কাজ করতেন। এছাড়াও আরো দুইজন পাহারাদার ছিলো ওই ফার্মে। বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে হেলাল নামের একজন পাহারাদার দিনের ডিউটি শেষ করে জয়নালকে রাতের ডিউটি বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরদিন বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে হেলাল আবারও ডিউটিতে ফিরে খড়ের ঘরের পালার সাথে বাঁধা অবস্থায় জয়নাল মিয়ার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সহ মরদহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনার থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৪। আসামিদের সনাক্ত কাজ চলছে। জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত