মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

শেরপুরে ডপস সদস্য দরিদ্র মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষা সহায়ক উপকরণ


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১০ মার্চ ২০২৫, ০১:৪৮ দুপুর

শেরপুরের শ্রীবরদী উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। 

৯ মার্চ রবিবার সকালে জেলার শ্রীবরদী উপজেলার তাতীহাটি আইডিয়াল স্কুল সংলগ্ন একটি কক্ষে পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণী এ অনুষ্ঠানে ডপস প্রতিষ্ঠাতা শাহীন মিয়া, বিএসপির সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন শ্রীবরদী উপজেলার একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ফরিদ আহমেদ, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার ও ডপস এর সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:)।

সব শেষে এসএসসি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী ও দশম শ্রেণীতে অধ্যয়নরত ৭০ জন ডপস সদস্যদের মাঝে পরীক্ষা ও শিক্ষা উপকরণ বিতরণ করে তাদের পরীক্ষার মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত