মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

কলমাকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১০ মার্চ ২০২৫, ০৯:২৭ রাত

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সোমবার কলমাকান্দা সদরে উপজেলা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার ফায়জুল ওয়াসীমা নাহাত।

বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল মীম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সম্পাদক ওবাইদুল হক পাঠান, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য নজরুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কণিকা সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা, কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (দুর্যোগ) মাহমুদুল হাসান প্রমুখ।

আলোচনা সভার শেষে ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত