মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষার্থীর উপর হামলা, আহত ৭


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ০৮ মার্চ ২০২৫, ১০:১১ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আজ শনিবার শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পরীক্ষায় অংশ নেওয়া ৭ স্কাউট সদস্যের উপর হামলা চালিয়ে গুরুত আহত করেছে দুর্বৃত্তরা। 

আহতরা পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৪জনকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের দাবি, পূর্ব বিরোধের জেরে উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ হামলা চালিয়েছে। 

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার উপজেলার শ্যামগঞ্জের জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৩জন স্কাউট অংশ নেয়। লিখিত পরীক্ষা শেষে দুপুরে কেন্দ্রের পাশ^বর্তী সোয়াই নদীতে সাঁতার মূল্যায়ন শেষে বিদ্যালয়ে ফেরার পথে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। 

পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জেষ্ঠ্য সহকারী শিক্ষক (শরীরচর্চা) সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর জানান, হামলাকারীরা ইলেক্ট্রিক ডিভাইস ও রড দিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত আক্রমণ করে। এতে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্য আরাফাত আকন্দ (৯ম শ্রেণি), তানভীর আহমেদ (এসএসসি পরীক্ষার্থী), জুবায়েদ (১ম শ্রেণি), সোয়াদ মুহাম্মদ স্বচ্ছ ( ৯ম শ্রেণি), সাবিকুল হাসান মহৎ (৯ম শ্রেণি), খালিদ হোসেন আনবী (৯ম শ্রেণি) ও রাব্বী (এসএসসি পরীক্ষার্থী) আহত হয়। 

তাদের উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আরাফাত আকন্দ, তানভীর আহমেদ ও জুবায়েদের অবস্থা গুরুতর হওয়া তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

উপজেলা স্কাউসের সম্পাদক ও জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। তবে কারা হামলা করেছে তা তিনি বলতে পারছেন না। 

পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি অত্যন্ত নেক্কারজনক। পূর্ব বিরোধের জেরে জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনাটি ঘটিয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. বদরুজ্জামান বলেন, স্কাউট পরীক্ষায় এ ধরনের হামলার ঘটনা খুবই নিন্দনীয়।  

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবির বলেন, ঘটনাটি দুঃখজনক। তিনি বিষয়টির ব্যাপারে সার্বিক খোঁজখবর রাখছেন। আহতদের চিকিৎসা ও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা স্কাউটসের সম্পাদককে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত