বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

স্টারলিংক ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১২ মার্চ ২০২৫, ০১:৩০ দুপুর

ছবি: সংগৃহীত

টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা এবার চালু হতে চলেছে ভারতে। এয়ারটেলের সঙ্গে স্পেসএক্সের এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে মঙ্গলবার জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিকম জায়ান্ট স্টারলিংক বাংলাদেশের মাটিতে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনের জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব করেছে। তবে সেই কোম্পানিগুলো কারা, তা এখনো প্রকাশ্যে আসেনি।

এদিকে স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট পরিষেবা এবার এয়ারটেলের পরিকাঠামোর মাধ্যমে পাবে ভারতীয় গ্রাহকেরা। পাশাপাশি স্পেসএক্সের সব পণ্য এবার পাওয়া যাবে শুধু এয়ারটেলের বিপণি থেকে। ভারতীয় এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল এসব কথা জানিয়েছেন।

গোপাল মঙ্গলবার বলেন, ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিংক ইন্টারনেট পরিষেবার সুযোগ দেওয়ার জন্য স্পেসএক্সের সঙ্গে চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর দাবি, এর ফলে আগামী প্রজন্মের কাছে উন্নততর ইন্টারনেট পরিষেবা অনেক দ্রুত, সহজে পৌঁছে দেওয়া যাবে। দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পাবে। পাশাপাশি খরচও এর ফলে কিছুটা কমে যাবে।

স্পেসএক্সের প্রেসিডেন্ট গেয়ান্নে শটওয়েল বলেন, ‘এয়ারটেলের সঙ্গে কাজ করতে পারা আমাদের কাছে বড় প্রাপ্তি। ভারতে ইন্টারনেট পরিষেবার রূপান্তর ঘটাব আমরা।’

৮ মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানায়, এই অংশীদারত্বের আওতায় স্থান বরাদ্দ, নির্মাণ সহায়তা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। স্টারলিংক প্রতিনিধিদলের এই সফরের মাধ্যমে তারা বাংলাদেশের কয়েকটি নির্দিষ্ট স্থানে আগ্রহ প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত