শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা

শহীদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১০:৪৭ দুপুর

শান্তিগঞ্জে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ই মার্চ ) দুপুরে উপজেলা ব্রাক অফিস হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে শান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের সভাপতি বিশ্বজিৎ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন সচেতনতামূলক বিষয়ক আলোকপাত করেন জেলা এম আর এস সি কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলাম।
ত্রৈমাসিক সভায় প্রকল্পটির শান্তিগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার স্বপ্না বেগম, উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সহ-সভাপতি মাহবুব ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, সদস্য শাহিন আহমদ, কেবি প্রদিপ দাশ, লিটন মিয়া, স্বাধীন আহমদ চৌধুরী, আজিজুল হক আজিজ, অসীম সুত্রধর, রাহেলা বেগম, কবিতা দাশ, শিবলী বেগম, হাওয়ারুন নেছা, প্রমুখ উপস্থিত ছিলেন।