ইসলামী যুব আন্দোলন পূর্বধলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১০:৪১ রাত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা পূর্বধলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) বেলা ২ ঘটিকায় উপজেলার নয়াপাড়া মারকাযুস সুন্নাহ মডেল মাদরাসা সংলগ্ন মাঠে ৫ম থানা যুব সম্মেলনের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন পূর্বধলা উপজেলা শাখা সভাপতি মাওলানা মাজারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখা সভাপতি মুফতি ওমর ফারুক ওফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখা সহ সভাপতি হাফেজ মাওলানা আমিনুল হক লিমন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ইসলামী যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখা সাধারণ সম্পাদক জাকারিয়া আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন উপজেলা শাখা সভাপতি শামীম হুসেন মাষ্টার, ইসলামী আন্দোলন উপজেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি নোমান সিরাজী, ইসলামী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখা সাবেক সভাপতি আলমগীর হুসেন মিসবাহ, ইসলামী ছাত্র আন্দোলন পূর্বধলা উপজেলা শাখা সভাপতি খায়রুল হাসান ফাহিম।
নতুন কমিটিতে সভাপতি পদে হাফেজ মাজারুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ মাওলানা শামসুল ইসলাম আমিনী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সায়ফুর রহমান সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রেদুয়ান আল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজাম্মেল হক, প্রচার সম্পাদক মোহাম্মদ আল আমীন এর নাম ঘোষণা করা হয়।