বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

পূর্বধলায় বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল 


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১১ মার্চ ২০২৫, ০৯:১১ রাত

নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার। সভাপতিত্ব করেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান আকন্দ। পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বিকাশ ঘোষের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: রুহুল আমিন ফকির, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম তালুকদার আনার, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, বিশকাকুনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান রনক, উপজেলা বিএনপি নেতা আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলায়মান কবীর পাপ্পু প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল মান্নান বিশ^াস, উপজেলা যুবদলের আহ্বায়ক শাকিল হায়াত খান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুল হাসান মানার সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ। 

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়েক তারেক রহমানের নিদের্শনা অনুযায়ী সংক্ষিপ্ত পরিসরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার পুর্ব মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু, ছাত্র জনতার আন্দোলনে নিহত নেতা কর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত