পূর্বধলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০২:১৪ দুপুর

নেত্রকোনার পুর্বধলায় আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
স্বাস্থ্য পরিদর্শক মোঃ মতিউর রহমান খান পাঠানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, পুর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম, পূর্বধলা থানার এস.আই ফিরোজ আহমেদ, পূর্বধলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাজিব হোসেন, ইমাাম সমিতির সভাপতি হাফেজ ইসলাম উদ্দিন, আরবানের কো অর্ডিনেটর আবুল আরশাদ, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন উপজেলার ১১টি ইউনিয়নে ২৬৪ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রে দিন ব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল কালারের ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল কালারের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা ৬-১১ মাস বয়সী ৪হাজার ৮৩৩ জন শিশু রয়েছে এবং ১২-৫৯ মাস বয়সী ৪২হাজার ৮১৭ জন শিশু রয়েছে। একটি শিশুও যাতে ওইদিন টিকা খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাই কে সতর্ক থাকতে হবে এবং বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচারের অনুরোধ জানানো হয়।