ফুলবাড়ীয়া সোনালী ব্যাংকে ১শ দিনের বিশেষ কর্মসূচীর মিট দ্যা বরোয়ার প্রোগ্রাম

রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১০:৩৬ দুপুর

সেবা প্রদানের ক্ষেত্রে সোনালী ব্যাংককে অবশ্যই সেরা হতে হবে। দেশের সব ব্যাংকের মধ্যে সোনালী ব্যাংকের সেবার মান হবে এক নম্বর।২০২৫ সালের বার্ষিক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের লক্ষ্যে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সোনালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (১১ মার্চ)সকালে সোনালী ব্যাংক পিএলসি ফুলবাড়ীয়া শাখায় খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিটেন্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি উপলক্ষে ১শ দিনের বিশেষ কর্মসূচীর আওতায় মিট দ্যা বরোয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার মো: রফিকুল ইসলাম। ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ সমদ্দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেনারেল ম্যানেজার'স অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মোমেন, এ্যাসিস্ট্যাট জেনারেল ম্যানেজার (শাখা ব্যবস্থাপক) মো: জহিরুল হক। এতে খেলাপী ঋণ আদায় প্রক্রিয়া ও কৌশল নির্ধারণে সরাসরি গ্রাহকদের মতামত নেওয়া হয়।
মঙ্গলবার সোনালী ব্যাংক পিএলসি ময়মনসিংহের ফুলবাড়ীয়া শাখায় খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ বিতরণ ও বৈদেশিক রেমিটেন্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি উপলক্ষে ১শ দিনের বিশেষ কর্মসূচীর আওতায় মিট দ্যা বরোয়ার প্রোগ্রামে ময়মনসিংহ জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার মো: রফিকুল ইসলাম কে ফুল দিয়ে বরণ করা হয়।