বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

শেরপুরে হাতি-মানুষ এর দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের মতবিনিময় সভা


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১২ মার্চ ২০২৫, ১২:০৪ দুপুর

শেরপুরে হাতি মানুষ এর দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে করণীয় নির্ধারণে স্থানীয় জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

১১ মার্চ মঙ্গলবার বিকেলে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বনকর্মকর্তা আ. ন. ম. আব্দুল ওয়াদুদ। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপসচিব ডক্টর মো. সাইফুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকার বন অধিদপ্তরের বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী এবং অবসরপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা মো. মদিনুল আহসান। 

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা ফিরোজ, আরণ্যক ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ডক্টর মোহাম্মদ আব্দুল মোতালেব প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত