জামালপুরের ৫০০ হতদরিদ্র পরিবারে দোস্ত এইডের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৫ রাত

২০ অক্টোবর সোমবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৫০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
সোমবার সকালে উপজেলার বাউসী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচি ঘিরে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিটি ফুড প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্যতেল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, লবণ ও নিত্যপ্রয়োজনীয় মশলা—মোট প্রায় ৪৫ কেজি খাদ্যসামগ্রী। এই সহায়তা একটি পরিবারের কয়েক সপ্তাহের খাদ্য চাহিদা পূরণে সহায়ক হবে এবং আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন। তিনি বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি নিয়মিতভাবে দেশের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ও পুনর্বাসনসহ বিভিন্ন খাতে তাদের বাস্তবমুখী প্রকল্প ইতোমধ্যেই মাঠপর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও অংশীদারিত্বের সংস্কৃতি গড়ে তোলে এবং সরকারি উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। তিনি বলেন, দোস্ত এইডের লক্ষ্য কেবল ত্রাণ বিতরণ নয়, বরং মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনা। তিনি আশা প্রকাশ করেন, এই ফুড প্যাকেটগুলো উপকারভোগীদের দৈনন্দিন জীবনে স্বস্তি এনে দেবে এবং ভবিষ্যতের প্রতি নতুন আশাবাদ তৈরি করবে।
বিশেষ অতিথির বক্তব্যে সরিষাবাড়ি থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, দোস্ত এইডের উদ্যোগ সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দিচ্ছে। তিনি সংগঠনের ধারাবাহিক মানবকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফুড প্যাকেট পোয়ে উপকারভোগীরা খুবই আনন্দিত। তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই সহায়তা আমাদের পরিবারের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সাম্প্রতিক সময়ের মূল্যস্ফীতি ও আয় কমে যাওয়ার কারণে আমরা প্রচণ্ড কষ্টে দিন পার করছিলাম, এই খাদ্য সহায়তা সেই কষ্ট অনেকটাই লাঘব করেছে।
বাউসী গ্রামের একজন উপকারভোগী জানান, এমন উদ্যোগ দরিদ্র মানুষের জীবনে নতুন করে বাঁচার সাহস জোগায় এবং মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোস্ত এইডের অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, শিক্ষা অফিসার শওকত মিয়া, বাউসী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম, স্থানীয় স্বেচ্ছাসেবক প্রতিনিধি রমজান আলী ও আখতারুজ্জামান সোহাগ, সাংবাদিক স্বপন মাহমুদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস।