সৈকতে বিনোদন সেবাদানকারী কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়

আবুল আরশাদ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:২০ দুপুর
_original_1760718238.jpg)
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর আয়োজনে কক্সবাজারে একসাথে ০৩টি স্থানে দুইদিন ব্যাপী সৈকতে বিনোদন সেবাদানকারী কর্মী (বিচ বাইক,ঘোড়া চালক, কন্ঠশিল্পী, ফিস একুরিয়াম ইত্যাদি), ফটোগ্রাফার ও হোটেল কর্মীদের নিয়ে দক্ষতা উন্নয়ন ও আচার-আচারন বিষয়ে প্রশিক্ষণ (১৬-১৭ অক্টোবর'২৫) কর্মশালা অনুষ্ঠিত হয়।
১ম দিনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ( যুগ্ম সচিব) মিস সালেহা খানম ও উপ পরিচালক জনাব মহিবুর রহমান এবং শেষদিনে অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সম্মানিত পরিচালক (যুগ্মসচিব) জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং কক্সবাজার সদরের ইউএনও মিস নীলুফার ইয়াসমিন।
প্রশিক্ষক হিসেবে কক্সবাজার সিটি কলেজের হোটেল এন্ড হোসপিটালিটি শাখার প্রধান মইনুল হাসান পলাশ, BITT এর চেয়ারম্যান এম, রেজাউল করিম, T & H ISC এর সাধারণ সম্পাদক আসাফ উদ দ্দৌলা আশেক, YASID এর কায়সার হামিদ এবং আমি TOUR PLUS এর পরিচালক ইদ্রিস আলী।