রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
শিরোনাম

মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের আবদার মেটালেন ফারহান


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১২ অক্টোবর ২০২৫, ১১:৩২ দুপুর

ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বাংলাদেশের বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান মক্কার কিছু পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশলবিনিময় করছেন এ অভিনেতা। 
 
বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন ফারহান। অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন তিনি। বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিক আর ফারহান। 
 
ফেসবুকে শেয়ার করা ভিডিওবার্তায় দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি। 
 
তিনি বলেন, কালো পাথরে চুমু দিতে পেরেছি, এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক দিন। সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এ অভিনেতা।
 
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই এ অভিনেতার প্রশংসা করে মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, খুব ভালো ছেলে, দোয়া করি দেশে এসে যেন দ্বীনের পথে চলেন।  সেই সঙ্গে দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স। 
 
জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন মুশফিক আর ফারহান। দেশে ফিরে নতুন নাটকের শুটিংয়েও যোগ দেবেন এ অভিনেতা।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত