মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৫ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদককে না বলুন, আপনার এলাকাকে মাদকমুক্ত রাখুন”- এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আন নাছরু ফাউন্ডেশন’।

কর্মসূচিতে স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ঘাগড়া ফয়জুল উলুম মাদ্রাসার মুহতামিম ও বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মো. আবু তাহের।

এ সময় বক্তব্য দেন ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোতালেব, সমাজসেবক মো. ফরহাদ হোসেন আকন্দ, ঘাগড়া চৌরাস্তা বাজার সমিতির সভাপতি মনিরুজ্জামান সোহেল, সহকারী শিক্ষক কামাল আকন্দ ও স্বাস্থ্য সহকারী নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় সমাজসেবক, ব্যবসায়ী, চাকরিজীবী, উপস্থিত মুসল্লিগণ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকতে হবে। পাশাপাশি পূর্বধলা থানা পুলিশ প্রশাসনের কাছে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা ও নিয়মিত অভিযান পরিচালনার জোরালো দাবি তোলেন তারা।

বক্তারা আরও বলেন, শুধু মাদক নয়- সমাজে চলমান সকল প্রকার অন্যায় ও অবকর্মের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা মাদক নির্মূলে প্রশাসনের একান্ত সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত