বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি

মো: আরিফুল ইসলাম
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ বিকাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলায় এ কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার গ্রামীণ অঞ্চলে গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেলযোগে অংশ নেন।
কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে এটিএম আব্দুল বারী ড্যানী বলেন,“ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। জনগণকে সঙ্গে নিয়ে দীর্ঘ আন্দোলনের পথ পেরিয়েই আওয়ামী লীগের পতন সম্ভব হয়েছে। এখন আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে—কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।”
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। এ কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো মাঠে নেমেছে।
শোভাযাত্রায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা মোটরসাইকেলে করে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ চালান।
স্থানীয় নেতারা জানান, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে দেশের মানুষকে মুক্তি ও গণতন্ত্রের পথে ফেরাতে কাজ করছে দলটি। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই সরকার পরিবর্তনের আন্দোলন সফল হবে বলে আশা প্রকাশ করেন তারা।