মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
শিরোনাম

নাশকতার মামলায় ঘাগড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম রানা গ্রেপ্তার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৯ অক্টোবর ২০২৫, ০৪:০৯ দুপুর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম. মাজহারুল ইসলাম রানা (৪৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) ও গৌরীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল তিনটার দিকে শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রানা ও এজাহারভুক্ত অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় গুলিবর্ষণ, ব্যাটারিচালিত অটোগাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারা প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে।

এছাড়াও, তার নামে ঢাকা বাড্ডা থানার মামলা নং- ৫(১১) ২০২৪-এ এজাহারভুক্ত আসামি হিসেবে আরও একটি মামলা রয়েছে।

এ.কে.এম. মাজহারুল ইসলাম রানা পূর্বে পূর্বধলা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার এসআই হানিফ উদ্দিন বলেন, “তাকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।”

গৌরীপুর থানার ওসি মোহাম্মদ দিদারুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত