দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে বসত বাড়ি পুড়ে ছাই

নির্মলেন্দু সরকার বাবুল, দূর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ রাত

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের সাধুপাড়া এলাকায় ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহার বাড়িতে আগুন রেগে দুই পরিবারের বসতভিটা পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আগুনের তীব্রতায় পাশের বাড়ী সঞ্জয় সরকারের নতুন নির্মিত বাসার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।
রবিবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লেগেছে বলে জানায় দুর্গাপুর ফায়ার সার্ভিস।
এলাকাবাসী জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালো ধোয়া দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনা স্থলে যান। এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে দুর্গাপুর ফায়ার সার্ভিস এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা ও জায়গার সীমাবদ্ধতা থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে। ভুক্ত ভোগী ধনঞ্জয় সাহা ও গোবিন্দ সাহা জানান, কালী পুজো উপলক্ষে বাসার সবাই একটু ব্যাস্ত ছিল। হঠাৎ কোন কিছু বুঝার আগেই আগুন উপরে উঠে বসত ঘরের চারদিকে ছরিয়ে পড়ে। আগুনের প্রচন্ড তাপে আমরা ঘরের কোন মালামাল সরাতে পারিনি। আগুনের তাপে আহত অবস্থায় আমাদের বৃদ্ধা মা বাসন্তী রানী সাহা (৮০) কে নিয়ে কোন রকম বের হয়েছি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ব্যাপারে দুর্গাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ মনজুর ফরাজী জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় একঘন্টা বিশ মিনিট চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নেন।