মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
শিরোনাম

একাডেমিক ভবনের অভাবে শিক্ষা ব্যাহত কাপাশিয়া দাখিল মাদ্রাসায়


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ অক্টোবর ২০২৫, ০৪:৫৫ দুপুর

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কংশ নদের তীরে অবস্থিত ঐতিহ্যবাহী কাপাশিয়া দাখিল মাদ্রাসা দীর্ঘ ৬৮ বছর পরেও নিজস্ব একাডেমিক ভবন থেকে বঞ্চিত। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক ও এলাকাবাসী।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি এলাকায় ধর্মীয়, নৈতিক ও সাধারণ শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে পাঠদান চলছে টিনশেড ঘরে।

বর্ষাকালে মাদ্রাসা মাঠে পানি জমে শ্রেণিকক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে টিনশেড কক্ষে ক্লাস নেওয়া কষ্টসাধ্য হয়ে ওঠে। আবার শীত মৌসুমে ঠান্ডা বাতাসে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগ দিতে পারে না। ফলে শিক্ষার মান ক্রমেই নিচের দিকে নেমে যাচ্ছে বলে জানান শিক্ষকরা।

মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী বলেন, “এটি পূর্বধলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিনেও একাডেমিক ভবন না থাকায় আমরা চরম সংকটে আছি। শিক্ষার্থীদের নিরাপদ ও উপযুক্ত পরিবেশে পড়াশোনা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে দ্রুত ভবন নির্মাণের উদ্যোগ প্রয়োজন।”

ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল কবীর বলেন,  “কংশ নদের তীরে অবস্থিত কাপাশিয়া দাখিল মাদ্রাসা এই অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। স্থায়ী ভবন না থাকায় শিক্ষার পরিবেশ দিন দিন অবনতি ঘটছে। সরকার যদি দ্রুত একটি একাডেমিক ভবন নির্মাণ করে দেয়, তবে শত শত শিক্ষার্থী উপকৃত হবে।”

শিক্ষক প্রতিনিধি ও প্রাক্তন শিক্ষার্থী মো. ওমর ফারুক বলেন, “আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম, এখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। একাডেমিক ভবনের অভাবে বারবার পাঠদান ব্যাহত হয়। স্থায়ী ভবন হলে শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য মানসম্মত ও নিরাপদ শিক্ষা পরিবেশ তৈরি হবে।”

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরাও জানান,  ভবনের অভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে কাপাশিয়া দাখিল মাদ্রাসায় একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশা-শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বিষয়টি দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত