ফুলবাড়ীয়া কে.আই কামিল মাদ্রাসায় যমজ বোনের সাফল্যে আলিম পরীক্ষায় জিপিএ-৫

রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ০৮:৫২ রাত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ীয়া খাদেমুল ইসলাম (কে.আই) কামিল মাদ্রাসা এ বছর আলিম পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করেছে। মাদ্রাসাটিতে অংশগ্রহণকারী ১৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৩ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯১.৭২ শতাংশ। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যমজ দুই বোন সানজিদা সুলতানা মোনা ও নাহিদ সুলতানা লিসা। দু’জনই আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে পরিবার, প্রতিষ্ঠান ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।
মোনা-লিসা ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তারা পলাশতলী আমিরাবাদ দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক মোঃ সেকান্দর আলী ও গৃহিণী লায়লা আক্তার দম্পতির যমজ কন্যা।
ফুলবাড়ীয়া কে.আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুছ আলী বলেন, মোনা ও লিসা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী। তাদের এ সাফল্য পুরো মাদ্রাসার গর্ব।
ভবিষ্যতে ডাক্তার হয়ে মানবসেবায় নিজেকে নিবেদিত করতে চায় এই যমজ বোন। মোনা-লিসার এমন অর্জনে আনন্দে ভাসছে তাদের পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
তাদের বাবা-মা সকলের কাছে দোয়া চেয়েছেন ভবিষ্যৎ জীবনের সাফল্যের জন্য।