শেরপুরের ঝিনাইগাতিতে ভারতীয় ১১ বোতল মদ আটক
মো: আব্দুল খালেক
প্রকাশ : ২২ জানুয়ারী ২০২৫, ০১:২৫ দুপুর
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ শেরপুরের ঝিনাইগাতির নকশি বিওপি দায়িত্বপূর্ণ এলাকার হালচাটি নামক স্থান থেকে ২১ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় ১১ বোতল ভারতীয় মদ আটক করেছে।
চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব মদ পাচারের চেষ্টা করে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ নকশী বিওপির বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ বোতল ভারতীয় এই মদ আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীগণ বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।