বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

২০২৫ খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হলেন কবি হাসান হাফিজ


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ বিকাল

ছবি সংগৃহীত

বাংলা কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কবি হাসান হাফিজ। প্রতি বছরের ন্যায় এবারও আসছে ১৪ ফেব্রুয়ারি (০১ ফাল্গুন) নেত্রকোনা জেলা শহরের ঐতিহ্যবাহী মুক্তার পাড়ার বকুলতলায় সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত কবি হাসান হাফিজের  হাতে পুরস্কার তুলে দেয়া হবে। 

১৯৯৭ সাল থেকে প্রতিবছরই ১লা ফাল্গুন একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যককে এ পুরস্কার প্রদান করা হয়। এ জেলা ছাড়াও বৃহত্তর ময়মনসিংহ তথা দেশের নানা অঞ্চল থেকে এ উৎসব উদযাপন করতে কবি সাহিত্যিকরা ছুটে আসেন। এ বছর ২৮তম বসন্তকালীন উৎসব অনুষ্ঠিত হবে। 

জানা যায় পুরস্কৃত প্রিয়জন হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে প্রায় দু'শ বই রচনা করেছেন। কবি হাসান হাফিজের জন্ম হয় ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে।

তিনি বাংলাভাষা ও সাহিত্যে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে আলাদা আলাদা ভাবে এমএ পাশ করেন। কবি হাসান হাফিজ সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে নিয়েছেন। তিনি প্রায় চারদশক ধরে বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত