বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

বইমেলায় প্রকাশ হয়েছে আশরাফ আলীর 'ইতিহাস ঐতিহ্যে শেরপুর’ 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ দুপুর

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে বহুমাত্রিক লেখক আশরাফ আলী চারু'র প্রবন্ধ গ্রন্থ- 'ইতিহাস-ঐতিহ্যে শেরপুর'। গ্রন্থটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশ। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন -আহমেদ নাবিল ও বর্ণ বিন্যাস করেছেন শিশু সাহিত্যিক জহুর মুনিম। ২৩২ পৃষ্ঠার এই প্রবন্ধ গ্রন্থের মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা।

'ইতিহাস-ঐতিহ্যে শেরপুর' গ্রন্থটিতে শেরপুর জেলার ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতির নানা বিষয় তুলে ধরা হয়েছে। 

গ্রন্থটির লেখক বলেছেন - তিনি বিভিন্ন গবেষণাগ্রন্থ, পত্রপত্রিকায় ও অনলাইনে শেরপুর জেলা সম্পর্কে পড়াশুনা করে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করে যে সমস্ত তথ্য ডায়েরিতে লিপিবদ্ধ করেছিলেন তারই বহিঃপ্রকাশ এই গ্রন্থটি।

গ্রন্থটিতে শেরপুর জেলার অবস্থান, ভূ-প্রকৃতি, প্রাচীন ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি পর্বে শেরপুর জেলার ভূ-প্রকৃতির গঠন ও অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনায় এই অঞ্চলের সুদীর্ঘকালের নানা বিষয়াদী সন্নিবেশিত করা হয়েছে।  

একইসাথে গ্রন্থটিতে শেরপুর জেলার নদনদী, পাহাড়, সমতল ভূমি, গুরুত্বপূর্ণ জায়গার নামকরণ, ইসলাম প্রচারের ইতিহাস, ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মাবলম্বী ও তাদের ধর্মীয় ইতিহাস, পর্যটন, বিভিন্ন পেশার মানুষ, সাংস্কৃতিক অঙ্গন, পত্রপত্রিকা, শিক্ষা প্রতিষ্ঠান, যাতায়াত ব্যবস্থার ইতিহাস, খেলাধুলা, হাটবাজার, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, শেরপুর জেলার সাহিত্য, কবি-সাহিত্যিক, প্রকাশিত সাহিত্য কর্ম, লোকসংস্কৃতি  এবং একনজরে শেরপুর জেলা বিষয়ে আলোচনা করা হয়েছে। 

গ্রন্থটি ঢাকাস্থ অমর একুশে বইমেলার পাপড়ি প্রকাশ এর স্টল নং ৭১৯, চট্টগ্রাম বইমেলার পাপড়ি প্রকাশ এর স্টল নং ১২৪, খুলনা বইমেলার পাপড়ি প্রকাশ এর স্টল নং ৩৩ ও দেশের বিভিন্ন অনলাইন বুক সপে পাওয়া যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত