পাঠক মহলে সাড়া ফেলেছে কবি মৌমিতা পালের 'মন ভাঙা পাখি'

রফিকুল ইসলাম মানিক
প্রকাশ : ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:২২ বিকাল

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কৃতি সন্তান কবি মৌমিতা পালের প্রথম কাব্যগ্রন্থ 'মন ভাঙা পাখি' পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
এটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্হ। এ কাব্যগ্রন্হে প্রতিটি কবিতাকে কবি প্রেম, ভালোবাসা, বিরহ, বিচ্ছেদে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলেছেন। কবি একজন বিরহপ্রেমী মানুষ। বিরহের উদযাপনই এই বইয়ের প্রধান অনুষঙ্গ।
কবি আরো মনে করেন যারা প্রেম, বিরহ, ভালোবাসার সংমিশ্রণে আবেগের বহিঃপ্রকাশ ঘটাতে পছন্দ করেন তাদের অবশ্যই এই কাব্যগ্রন্থটি ভালো লাগবে। এ গ্রন্হে কিছু গল্প যেন কবিতায় বিশেষ উপমা, মাধুর্য, ছন্দ এবং অল্প কথায় ফুটে উঠেছে এবং কবির অনুকাব্যগুলো যেন বিরহের বিষফোঁড়া।
কবির ভাষায় এটি একটি সহজবোধ্য বিরহের কাব্যগ্রন্থ। পাঠকের অনূভুতি বা উপলব্ধির জায়গাকে সহজে স্পর্শ করা আর সহজেই সকলের কাছে কবিতার মর্মোদ্ধার করে এর রস আস্বাদন করানোই তার উদ্দেশ্য। প্রেম কাহিনী, তুই, যুবকের চাওয়া, ভালোবাসার কষ্ট ইত্যাদি আকর্ষণীয় কবিতার সংমিশ্রণে বইটি সমৃদ্ধ।
এমন কবিতা প্রেমী অনুসারীদের জন্য তিনি "মৌমিতা - কবিতা গৃহ" নামে একটি অনলাইন পেজ গড়ে তুলেছেন যেখানে তিনি নিজের মতো করে আবৃত্তিতে কবিতাগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
অমর একুশে বইমেলা ২০২৫ এ "এবং মানুষ প্রকাশনী" স্টল নং- ৫৮৩ তে থাকছে এই কাব্যগ্রন্হ "মন ভাঙা পাখি "। এছাড়াও রকমারি ডটকমসহ বিভিন্ন মেলা, প্রসিদ্ধ লাইব্রেরিতে পাওয়া যাবে কাব্যগ্রন্থটি।