রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

বীক্ষণ: বিশ্বের দীর্ঘতম সাহিত্য পাঠচক্রের ২১৩৩ তম আসর


  রফিকুল ইসলাম মানিক

প্রকাশ :  ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:২৮ বিকাল

"পাগলপন্থী কৃষক বিদ্রোহের ২০০ বছর পূর্তি" শিরোনামে ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ-এর ২১৩৩ তম আসর ২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আসরে মূখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন লেখক- গবেষক আলী আহাম্মদ খান আইয়োব। এছাড়াও বক্তব্য রাখেন পরিবেশ কর্মী অহিদুর রহমান, কবি ও প্রাবন্ধিক সোহেল মাজহার, শিল্পী-শিক্ষক তরু শাহারিয়ার স্বর্গ, লেখক শিরিন আক্তার এবং স্বাগত বক্তার ভূমিকায় কথা বলেন কবি স্বাধীন চৌধুরী। আসরের সভাপতিত্ব করেন প্রাবন্ধিক- গবেষক চাঁন মিয়া ফকির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আহমদ শাহাবুদ্দিন, কবি এম জামান, কবি জালাল উদ্দিন জামান, কবি আনোয়ারুল হাকিম পল্লব, কবি রফিকুল ইসলাম মানিক, কবি শেখ মাহবুব, আবৃত্তিকার টিপু চৌধুরী, কবি মোস্তাফিজুর বাসার ভাষানী, শিক্ষিকা লিপি চাকলাদার, কবি মৌমিতা পাল, বাচিকশিল্পী স্বর্ণা চাকলাদার এ্যানি, কবি ও সংবাদকর্মী হাসান রাকিব, সানজিদা শাওন, সুষ্মিতা সরকার স্নেহা, রাকিবুল ইসলাম, রুবাইয়াত রুহানী প্রমুখ।

এই আয়োজনটি সঞ্চালনা করেন বীক্ষণের জানুয়ারি-মার্চ প্রান্তিকের আহ্বায়ক জুবায়েদ ইবনে সাঈদ।

সবশেষ কবি, লেখকদের স্বরচিত পাঠের মধ্য দিয়ে শেষ হয় এ আসর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত