বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
শিরোনাম

মানবিক নেতা হিসেবে পরিচিত ব্যারিস্টার কায়সার কামাল 


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ রাত

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাধারণ মানুষদের কাছে মানবিক নেতা হিসেবে সুপরিচিতি লাভ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছেন।
 
ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। তার বাড়ি কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে। তার বাবা মরহুম মোস্তফা কামাল মনসুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
 
দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানামুখী মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন কায়সার কামাল। চিকিৎসায় সার্বিক সহযোগিতা, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা, হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া শিশুদের অস্ত্রোপচারে সহায়তা এবং ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে তার ভূমিকা এলাকাবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত।
ইতোমধ্যে তার সহযোগিতায় কলমাকান্দা উপজেলার শিবপুর গ্রামে হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া তাইবা, শুনই গ্রামে মাথায় টিউমার নিয়ে জন্ম নেওয়া মোকাব্বির হোসেন, ঘোষপাড়া গ্রামে হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া মরিয়ম ও আরাফাত, মন্তলা গ্রামের ক্যান্সারে আক্রান্ত সজিব সাহা, চেংগ্নী গ্রামের আইয়ুস হাজং, হরিণাকুড়ি গ্রামের রিফাত, পাঁচগাঁও নতুন বাজারের আর্ণিকা হাজং, রানীগাঁও গ্রামে হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া ইসরাত জাহান এবং দুর্গাপুর উপজেলার নিলাখালী গ্রামের হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া আব্দুল্লাহ, ফান্দা গ্রামের সোনিয়া, কুল্লাগড়া গ্রামের কৃষ্ণ হাজং, শৈলাডহর গ্রামের ইয়াসিন, খুজিউড়া গ্রামের রাকিব, সুতিয়াপাড়া গ্রামের ক্যান্সারে আক্রান্ত শুক্কুর আলীসহ দুই উপজেলার অন্তত ২৫ জন রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
 
সম্প্রতি কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, নাজিরপুর ঈদগাহ মাঠ ও লেঙ্গুরা স্কুল মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ১১ হাজার মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। দুর্গাপুর উপজেলার ভাদুয়া স্কুল মাঠ ও গুজিরকোনা স্কুল মাঠে আরও প্রায় সাড়ে ৬ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। পাশাপাশি দুই উপজেলার প্রায় এক হাজার চোখের ছানি আক্রান্ত রোগীর অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা উপজেলার মহাদেও, গণেশ্বরী, মঙ্গলেশ্বরী, বোগাই, উব্দাখালী, কাউবাড়ি, পাগলা, বৈঠাখালী ও নাগেশ্বরী নদীর বিভিন্ন স্থানে বাঁশ ও কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। দুর্গাপুর উপজেলার সুমেশ্বরী নদীসহ দুর্গাপুর-শিবগঞ্জ, দুর্গাপুর-চৈতাটি, গাওকান্দিয়া-বিরিশিরি, গোদারিয়া-নাগপুর ও শুকনাকুড়ি-পুকুরিয়া এলাকায়ও এ ধরনের সেতু নির্মাণ করা হয়েছে। এতে দুর্গম এলাকার মানুষের চলাচল সহজ হয়েছে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
বিভিন্ন দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোও তার মানবিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের সেবাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষা বিস্তারে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা প্রদানও তার নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত।
কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের উত্তর লেঙ্গুরা গ্রামের অসহায় নারী বিমলা হাজং এবং দুর্গাপুর পৌরসভার খুজিউড়া গ্রামের বৃদ্ধা শুক্কুরী বেগমের জন্য আদাপাকা ঘর নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেন কায়সার কামাল। এছাড়া দুর্গাপুর উপজেলায় আদিবাসীদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ পরিচালনা, দুটি ক্যাথলিক গির্জা পুনর্নির্মাণ, শ্মশানঘাটে ঘর নির্মাণ এবং রামকৃষ্ণ আশ্রমের অনাথ শিশুদের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এসব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সকল জাতি ও ধর্মের মানুষের কাছে প্রিয়জন হয়ে উঠেছেন।
 
মাদক নির্মূলে কায়সার কামাল ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে নাজিরপুর, বড়খাপন ও রংছাতি ইউনিয়নে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে, যাতে তারা মাদক থেকে দূরে থাকতে পারে।
 
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের কষ্ট লাঘব করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আমি দায়িত্ব নয়, বরং নৈতিক কর্তব্য মনে করি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার প্রতিদান আমি মানবিক কাজের মাধ্যমেই দিতে চাই। আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন।”
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত