মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ভারতীয় কম্বলসহ একজন আটক


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ জানুয়ারী ২০২৬, ০৫:০০ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় কম্বলসহ সুরুজ আলী (৩০) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটককৃত সুরুজ আলী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দশাল ঠাকুরবাড়ি কান্দা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

রবিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র-এর একটি দল নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কের জালশুকা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। 

এ সময় দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী পাহাড়ীকা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ পিস ভারতীয় কম্বলসহ সুরুজ আলীকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকার ‘মা মেডিকেল’ হলের সামনে বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির ড্রাইভারের সিটের পেছনে এবং লকারের ভেতরে বিশেষ কায়দায় রাখা তিনটি বড় গাট্টি উদ্ধার করা হয়। পরে গাট্টিগুলো খুলে মোট ১২ পিস ভারতীয় কম্বল পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

পূর্বধলা থানা-র ইন্সপেক্টর (তদন্ত) আরাফাতুল হক খাঁন জানান, এ ঘটনায় শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) উত্তম কুমার ভাট বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ চোরাচালান প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত