মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
শিরোনাম

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ২ লাখ টাকা জরিমানা


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১১ জানুয়ারী ২০২৬, ০৮:১১ রাত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
রোববার (১১ জানুয়ারি ২০২৬) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মাধবপুর উপজেলার বড়ধলিয়া গ্রামের এনু মিয়ার ছেলে ইকরাম মিয়া।
 
ভ্রাম্যমাণ আদালতে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
 
অভিযানকালে মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
 
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন পরিবেশ ও জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত