ঢাবি পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ রাত

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডুপসা)-এর ২০২৬–২৭ মেয়াদের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের নিচতলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে মুর্তূজা হাসান খান ফাহিমকে সভাপতি এবং ইফাদ হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
ডুপসার উপদেষ্টাদের পরামর্শক্রমে বিদায়ী সভাপতি সুমন আহমেদ সম্রাট ও সাধারণ সম্পাদক লিমন খান রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সভাপতি মুর্তূজা হাসান খান ফাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী। তিনি পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের বাসিন্দা। সাধারণ সম্পাদক ইফাদ হাসান থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি ধলামূলগাঁও ইউনিয়নের লাওয়ারী গ্রামে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে পূর্বধলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আবাসন, হলে অবস্থান, পড়াশোনা ও অন্যান্য সমস্যা সমাধানে সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং বাৎসরিক বনভোজনসহ নানা সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে।






_medium_1768215946.jpg)
