মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
শিরোনাম

পুলিশ শুধু মাদক সেবীকে ধরে, বিক্রেতাকে ধরে না! -বিএনপি নেতা রুবেল


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১২ জানুয়ারী ২০২৬, ০৫:২০ বিকাল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং শেরপুর-৩ (শ্রীবরদী ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, আমাদের কাজ মাদকমুক্ত করা, আমরা জানি কে কে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। পুলিশও জানে, পুলিশ যে জানে না তা কিন্তু না, কিন্তু পুলিশ কি কাজটা করে! যে খায় তারে ধরে, আর যে বেঁচে ওরে ধরে না। যে বড় চালান নিয়ে আসে ওর নাম ডাইরিতে নাই। পুলিশ নিজেকে বাঁচানোর জন্য, প্রমোশন ঠিক করার জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য, যারা খাইতেছে দুই একজন এদেরকে ধরে কিন্তু যারা চালান নিয়ে আসে তারা পুলিশকে টাকা দিয়ে ঠিকই ম্যানেজ করছে। তাই আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্সে যদি না থাকি তাহলে এই যুব সমাজকে বাঁচানো সম্ভব নয়। যে কোনো মূল্যে সমাজকে মাদক করতে হবে, কোন কম্প্রোমাইজ করা যাবে না।

তিনি ১১ জানুয়ারি রোববার রাতে তার নির্বাচনী এলাকার শ্রীবরদী শহরে প্রয়াত খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি নির্বাচিত হলে তার নির্বাচনী এলাকায় যুব সমাজকে মাদক থেকে, জুয়া থেকে এবং মোবাইল আসক্ত থেকে মুখ ফিরিয়ে আনার জন্য পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করার আশা দেন। কারণ যুব সমাজ খেলাধুলায় মগ্ন থাকলে এসব থেকে দূরে থাকবে বলে তিনি মনে করেন। 

এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত