মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
শিরোনাম

শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১২ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ বিকাল

শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

১২ জানুয়ারি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় হামদ, নাথ, উপস্থিত বক্তৃতা, বাংলা ও ইংরেজি রচনা, আবৃত্তি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোকজ গান ও নিত্য, জারি গান, দেয়াল পত্রিকা, বিতর্ক প্রতিযোগিতা সহ প্রায় ২০ টি ইভেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়ীরা অংশ নেয়।

জেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের কে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিবে।

প্রতিযোগিতায় প্রধান সমন্বয় ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজওয়ান এবং প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল। 

এ সময় স্কুল ও কলেজের বিভিন্ন স্তরের শিক্ষক এবং সংগীতশিল্পীরা বিভিন্ন প্রতিযোগিতার বিচারকার্যে অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত