শেরপুরে অবৈধ সংযোগ বেড়ে যাওয়ায় গ্যাস পাচ্ছে না বৈধ গ্রাহকরা
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারী ২০২৬, ০৯:১১ রাত

শেরপুর জেলা শহরে তিতাস গ্যাসের গ্রাহকরা বিল দিচ্ছেন নিয়মিত। কিন্তু পাঁচ বছর থেকে নিয়মিত গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ক্ষুব্ধ হয়ে শেরপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কার্যালয়ে বিক্ষোভ করেছে পৌরসভার বাসিন্দারা। ম্যানেজার বলছেন শীতের কারণে গ্যাসের চাপ কম থাকায় এমনটা হচ্ছে।
জানা যায়, শেরপুরে আবাসিক এলাকাগুলোতে অবৈধ গ্যাস সংযোগ বেড়ে যাওয়ায় নিয়মিত গ্যাস সরবরাহ পাচ্ছে না বৈধ গ্রাহকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে শেরপুর পৌরসভার বৈধ গ্রাহকরা। এরই যে ধরে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছে সাধারণ গ্যাস গ্রাহকরা।
বিক্ষোভকারীরা জানায়, গ্যাস সংযোগের শুরু থেকেই আমরা নিয়মিত বিল দিয়ে আসছি। আমাদের কোন বকেয়া নেই। তারপরও পাঁচ বছর থেকে আমরা গ্যাস পাচ্ছি না। সকাল ছয়টায় গ্যাস চলে যায় রাত বারোটায় গ্যাস আসে। গ্যাস আসলেও চাপ থাকে অনেক কম। রান্নাবান্না শেষ করতে করতে সকাল হয়ে যায়। আমরা এইভাবে আর কতদিন চলতে পারি। আমরা এখন নিরুপায়। আমরা অফিসকে বারবার বিষয়টি অবগত করেছি। তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমরা অফিসের সামনে বিক্ষোভ করছি।
শেখহাটি মহল্লার আকিলা বেগম বলেন, আমরা দিনের বেলায় কোন গ্যাস পাই না। আমাদের ছোট ছোট সন্তান রয়েছে তারা স্কুলে পড়াশোনা করে। তাদের খাবার তৈরি করে দেওয়া কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় আমরা চরম বিপাকে পড়েছি।
শেরপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন অফিসের ম্যানেজার প্রকৌশলী মোঃ বদরুজ্জামান বলেন, শীতের কারণে গ্যাসের চাপ কম থাকায় এই সমস্যা হচ্ছে। আবার আমাদের অফিসের আশেপাশে যে সমস্ত গ্যাস সংযোগ আছে তারা সারাদিনই গ্যাস ব্যবহার করতে পারে। তবে একটু দূরে যারা গ্যাস সংযোগ নিয়েছে তাদের গ্যাস পেতে সমস্যা হচ্ছে। আর দিনের বেলায় গ্যাসের চাহিদা বেশি থাকায় এমনটা হয়।






_medium_1768215946.jpg)
