মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২
শিরোনাম

হবিগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


  সৈয়দ আরিফুজ্জামান

প্রকাশ :  ১২ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ বিকাল

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অভিযানে অভিনব কায়দায় চোরাচালানকালে প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার( ১১ জানুয়ারি ২০২৬)  হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

পরবর্তীতে বিকাল আনুমানিক ৫টার দিকে একটি পুরাতন কাগজের কার্টুন বোঝাই ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা গেলে বিজিবি সদস্যরা ট্রাকটিকে সংকেত দিয়ে থামান। তল্লাশি চালিয়ে দেখা যায়, ট্রাকের উপরের পুরাতন কার্টুনের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি ও জিরা পরিবহন করা হচ্ছিল।
ট্রাক চালক ও সংশ্লিষ্টরা জব্দকৃত মালামালের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে বিজিবি তাৎক্ষণিকভাবে পণ্যগুলো জব্দ করে। জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লক্ষ টাকা।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন,
বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকাকে চোরাচালানমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, চোরাচালানের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সীমান্ত এলাকার জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত