পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আকন্দের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ বিকাল
_original_1768307152.jpg)
নেত্রকোনার পূর্বধলা উপজেলার তারাকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আকন্দকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার তারাকান্দা গ্রামের নিজ বাড়িতে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান।

গার্ড অব অনার অনুষ্ঠানে জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নেত্রকোনা জেলা পুলিশ-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠান শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তারাকান্দা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ তালুকদার, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান ফকির ও ইসতিয়াকুর আহমেদ বাবু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, ৬নং পূর্বধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুলসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আকন্দ গতকাল সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে মঙ্গলবাড়িয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




_medium_1768277210.jpg)


