পূর্বধলায় কৃষকের গোয়ালঘর ভেঙে দুটি গরু চুরি
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ বিকাল

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক তনু মিয়া (৪৮) জানান, প্রতিদিনের মতো তিনি সন্ধ্যায় তার চারটি গরু গোয়ালঘরে বেঁধে রেখে ঘুমাতে যান। পরদিন সকালে ঘুম থেকে উঠে গরু বের করতে গিয়ে দেখতে পান, দুটি গরু নেই এবং গোয়ালঘরের দরজা খোলা। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
চুরি হওয়া গরুগুলোর মধ্যে একটি ছিল ছয় মাসের গর্ভবতী গাভী এবং অপরটি একটি এঁড়ে বাছুর। তনু মিয়ার ধারণা, চোরেরা ফজরের আজানের সময় গরুগুলো চুরি করে গোয়ালঘরের পাশের সরিষা ক্ষেত দিয়ে নিয়ে গেছে। তিনি আরও জানান, চুরি যাওয়া দুইটি গরুর আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকার বেশি।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


_medium_1768307152.jpg)

_medium_1768277210.jpg)


