মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ৪৬ পিস ইয়াবাসহ তিনজন আটক


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার স্টেশন বাজার এলাকা থেকে পূর্বধলা থানা পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার জারিয়া ইউনিয়নের বারধার গ্রামের মৃত ওয়াহাবের ছেলে মো. রিপন মিয়া (৪০), আগিয়া গ্রামের মো. আব্দুর রাশিদের ছেলে মো. সুজন মিয়া (৪৩) এবং একই গ্রামের মো. শফিক আহম্মেদের ছেলে মো. এনাম আহম্মেদ (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ০৯, তারিখ ১২ জানুয়ারি ২০২৬। গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত