মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আকন্দ আর নেই


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আকন্দ আর নেই।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি মঙ্গলবাড়িয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

মরহুম আব্দুল আওয়াল আকন্দ তারাকান্দা গ্রামের বিশিষ্ট ব্যক্তি রেফাজ উদ্দিন আকন্দের জ্যেষ্ঠ পুত্র। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে মরহুমের নিজ গ্রাম তারাকান্দায় তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত