কলমাকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযান
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪০ দুপুর

নেত্রকোণার কলমাকান্দা বাজারে সোমবার দিন ব্যাপি সার ব্যবসায়ীদের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেড ও ইউএনও মাসুদুর রহমান।।
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় না করা,যথাযথ ভাবে বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করা ও দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় বিজ্ঞ আদালত পরিচালনা করা হয়।
সার ব্যবসায়ী করুনা রায়,লিটন তালুকদার, বাচ্ছু রায় ও কাজল মিয়া কে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক ভাবে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়।
ইউএনও মাসুদুর রহমান জানান, চলতি বছর কৃষকদের স্বার্থ রক্ষা ও সরকার নির্ধারিত মূল্যে রাসায়নিক সার ক্রয় করতে পারেন, তা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো, সাইফুল ইসলাম সহায়তা প্রদান করেন।
ইউএনও মাসুদুর রহমান আর-ও জানান, সার বিতরন কার্যক্রম সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিদর্শন বেগমান করা হচ্ছে একইসাথে উপজেলা ও ইউনিয়ন মনিটরিং কমিটি কে সার্বক্ষণিক নজরদারির পরামর্শ দেয়া হয়েছে।।


_medium_1768307152.jpg)

_medium_1768277210.jpg)


