শেরপুর পৌরসভা গ্রন্থাগার উদ্বোধন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ বিকাল
শেরপুরে বিশেষায়িত ‘শেরপুর পৌরসভা গ্রন্থাগার’ উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার দুপুরে পৌরসভার প্রায় দেড়শ বছরের পুরাতন ভবন ‘চারু ভবন’ এ গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ তোফায়েল আহমেদ।
এ সময় অন্যানের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মোঃ বজলুল করিম, প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, শেরপুর প্রেসক্লাব এর কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের।
পৌর প্রশাসক মোঃ তোফায়েল আহমেদ বলেন, এই গ্রন্থাগারটি বিশেষায়িত একটি গ্রন্থাগার হবে। এখানে বিভিন্ন বই পড়ার পাশাপাশি চাকরি প্রাত্যাশী শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়তে পারবেন। প্রয়োজনে সপ্তাহে অন্তত একদিন বিসিএস পরীক্ষার্থীদের ব্রিফিং দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, চাকুরী প্রত্যাশী শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে সাধারণ জ্ঞান ও চাকরির ইন্টারভিউ বিষয়ক প্রায় শতাধিক বই রাখা হয়েছে। পর্যায়ক্রমে পাঠকের চাহিদা অনুযায়ী বই রাখা হবে বলে পৌর প্রশাসক জানায়।