পূর্বধলায় একরাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরি

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ দুপুর

নেত্রকোনার পূর্বধলা সদরের বাজারে একরাতে চালের টিন ও পিছনের দরজা কেটে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র।
এসময় চোররা দোকানগুলোতে ঢুকে অনুমানিক আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে মধ্যবাজারের অবস্থিত দুইটি কসমেটিক্স দোকান ও একটি জুতার দোকানে এই চুরির ঘটনা ঘটে।
চুরি হওয়া দোকানগুলো হলো, মা কসমেটিক্স, আরবী স্টোর ও নুরুল আমিন সু-স্টোর।
এব্যাপারে চুরি হওয়া মা কসমেটিক্স এর মালিক আল-আমিন জানান, আমরা শনিবার দিবাগত রাত ১০:৫০ মিনিটে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি আমার দোকানের মালামাল এলোমেলো, ছাদের টিনের কাটা ও পিছনের দরজা ভাঙ্গা। দামী জিনিসপত্র সহ ১০ কাটুন কসমেটিকস মালামাল নিয়ে গেছে যার মূল্য দেড় লক্ষ টাকা।
পাশাপাশি চুরি হওয়া আরবী স্টোরের মালিক মোফাজ্জল জানান, আমার দোকানের পিছনের দরজা ভেঙ্গে ৭০/৮০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট ২চোরের চুরির দৃশ্য ধরা পড়েছে। এদের চিহ্নিত করে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী আটক করার দাবি জানাচ্ছি।
নুরুল আমিন সু স্টোরের মালিক জানান, সিসি ফুটেজে দেখা গেছে পিছনের দরজা ভেঙ্গে রাত দেড়টার দিকে ২জন চোর দোকানে প্রবেশ করে সিন্দুক ভাঙ্গার চেস্টা করে। সিন্দুক ভাঙ্গতে ব্যর্থ হয়ে ক্যাশে থাকা ৩/৪ হাজার টাকা এবং কয়েক জোড়া জুতা চুরি করে নিয়ে গেছে।
উক্ত ঘটনায় পূর্বধলা থানায় অভিযোগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
পূর্বধলা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শহিদ আকন্দ বলেন, দুর্ধর্ষ চুরির ঘটনা শোনে বাজার কমিটি পক্ষ থেকে থানায় অবহিত করেছি। চুরি যাওয়া তিনটি দোকানের সিসিটিভি ফুটেজে বিশ্লেষন করে দেখা গেছে রাত সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ৪/৫ জনের একটা সঙ্গবদ্ধ একটা দল চুরিগুলি সংগঠিত করে। এ বিষয়ে আইনী প্রদেক্ষপ নেওয়া হবে।
সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, খবর পেয়ে দোকানগুলি পরিদর্শন করেছি। আমরা এ চোর চক্র চিহ্নিত করতে পুলিশকে সহায়তা করবো।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।